‘সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১, ২০২৪, ১২:৩৬ পিএম
‘সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার’

সামাজিক যোগাযোগ মাধ্যম এখন বিপদের কারবার বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ নিয়ে বললেই কথা বলার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে বিএনপির ৬ আইনজীবীর আদালত অবমাননার শুনানিতে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সোশ্যাল মিডিয়া এখন এমন একটা অবস্থায় দাঁড়াইছে, বিপদের কারবার। সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু বললে ‘রাইট টু ফ্রিডম’ নিয়ে প্রশ্ন তোলে।

এ সময় বিএনপির আইনজীবীরা মিডিয়ায় তাদের বক্তব্য বিকৃতির অভিযোগ আনলে প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন মিডিয়া বা গণমাধ্যমের কোনো দোষ নেই। মিডিয়া কি দেবে না দেবে সেটা তাদের বিষয়।

বিআরইউ