সুপ্রিম কোর্টের সামনে আনসার সদস্যদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ০২:১২ পিএম
সুপ্রিম কোর্টের সামনে আনসার সদস্যদের বিক্ষোভ

চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

রবিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে প্রায় দুই শতাধিক আনসার সদস্য এই বিক্ষোভ শুরু করেন।

সেখানে উপস্থিত আনসার কমান্ডার আবুল কালাম বলেন, ‘তিন বছর পরপর আমাদের চাকরি থেকে ইস্তফা দেওয়া হয়। তখন প্রায় ৬-৭ মাস আমাদের অলস বসে থাকতে হয়, উপার্জনেরও কোনো উপায় থাকে না, ফলে পরিবার নিয়ে দুশ্চিন্তায় সময় পার করতে হয়। তাই চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে আজ আমরা রাস্তায় নেমেছি।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমরা কেমন বাহিনী? যাদের চাকরির কোনো স্থায়িত্বই নেই।’

বিআরইউ