নেত্রকোণায় পৃথক ২ মামলায় দুইজনের যাবজ্জীবন

নেত্রকোণা প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ০৫:৫২ পিএম
নেত্রকোণায় পৃথক ২ মামলায় দুইজনের যাবজ্জীবন

নেত্রকোণায় পৃথক দুই মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। নেত্রকোণার অতিরিক্ত দায়রা জজ আদালত (১) এর বিচারক এ এফ এম মারুফ চৌধুরীর আজ দুপুরে এ রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, নেত্রকোণার দুর্গাপুরের বারমারী লক্ষ্মীপুর এলাকার মৃত আ: সাত্তারের পুত্র মো: মমতাজ মিয়া (৪৮) তার স্ত্রী কে ঢাকার পল্লবীর বাসা থেকে জমি লিখে দেওয়ার কথা বলে দূর্গাপুর নিয়ে এসে নির্মমভাবে হত্যা করে সীমান্ত এলাকায় পতিত জমিতে ফেলে রাখে। ২০১৯ সালের এপ্রিল মাসে হাত,পা বাধা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আসামি মমতাজ মিয়া আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। হত্যা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অপরদিকে ২০১৮ সালের জুন  মাসে পূর্বধলা উপজেলার জালশুকা গ্রামের মৃত ছমেদ আলীর পুত্র চিহ্নিত মাদক কারবারি মো: কামাল হোসেন (৩২) কে ১৭০ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করে  পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোণা মডেল থানায় দায়ের হওয়া মামলায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তার নামে আরও চারটি হেরোইনের মামলা চলমান রয়েছে।


বিআরইউ