দুর্জয়ের সম্পদ জব্দ: ব্যাংক হিসাব ফ্রিজ

আদালত প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ১১:৫৫ পিএম
দুর্জয়ের সম্পদ জব্দ: ব্যাংক হিসাব ফ্রিজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের লালমাটিয়ার ২৫২৩ বর্গফুটের একটি ফ্ল্যাট, পূর্বাচলের ৩ কাঠার প্লট, ভূমি ও ৩টি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

একই সাথে তার ১০টি ব্যাংক হিসাব ও ২টি বিমা পলিসির হিসাব ফ্রিজের আদেশও দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক তাপস ভট্টাচার্য্য এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, সংসদ সদস্য থাকাকালে নাঈমুর রহমান দুর্জয় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মোট ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি অপরাধমূলক অসদাচারণ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে মোট ৪ কোটি ২২ লাখ টাকা গ্রহণ করেছেন। তার নিজের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ১৩টি ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যবসা প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার ৬৯০ টাকা জমা প্রদানের এবং ৪৬ কোটি ৪৬ লাখ ৬১ হাজার ৯৬০ টাকা উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে তার রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করে অপরাধ করেছেন বিধায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন মামলা করা হয়।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি নাঈমুর রহমান দুর্জয় এসব সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। তার স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ ফ্রিজ (অবরুদ্ধ) করা প্রয়োজন।

ইএইচ