এস আলমের শ্যালক আরশেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৬:০১ পিএম
এস আলমের শ্যালক আরশেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এস আলমের শ্যালক মোহাম্মদ আরশেদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

আরশেদ গাজীপুরের আরমান্ডা স্পিনিং মিলসের মালিক ও কমার্স ব্যাংকের পরিচালক। আজ ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, আরমান্ডা স্পিনিং মিলসের মালিক, কমার্স ব্যাংকের পরিচালক ও এস আলমের শ্যালক মো. আরশেদ লুট করে কয়েক হাজার কোটি টাকা তার হেফাজতে রেখেছিলো। সেই টাকা স্থানান্তর করে তার স্ত্রী জেসমিন আরশেদের মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন অপরাধের সঙ্গে সম্পৃক্ত।

আরএস