ভালোলাগা থেকে ভালোবাসা। ভালোবাসা মানে শুধু মনের আদান প্রদান নয় বরং আমৃত্যু একসাথে থাকা। একসাথে থাকার গল্প দিয়ে কাটে সারাদিন। একসাথে থাকার প্রস্তুুতিই জেন ভালোবাসার খুশগল্পের মূল টপিক। গল্পতে থাকে সারাজীবন পাশে থাকার প্রতিশ্রুতিও । কিন্তু অনেক ছেলে প্রতিশ্রুতি অথবা শুধু ভালোবাসলেও প্রেমিকা জীবনসঙ্গী হিসেবে পায়না। আসুন এবার জেনে নেওয়া যাক এমনটি হওয়ার ককারণ কী?
মেয়েদের উচ্চাকাঙ্ক্ষা
অনেক মেয়েই অল্প বয়সে স্কুল পড়ুয়া সহপাঠীর সাথে প্রেম জড়ালেও বিয়ে করতে নারাজ। কারণ সাধারণত স্কুল পড়ুয়া সহপাঠীর কর্মসংস্থান বা আয়ের উৎসা থাকে না । তাই উচ্চাকাঙ্ক্ষী মেয়েরা বেকার ছেলেদের সাথে প্রেম জড়ালেও বিয়ে করে না।
বয়সের তারতম্য
ছেলে মেয়ে উভয় সাধারণত সমবয়সী অথবা কম বয়সী ছেলেদের সাথে প্রেমে জড়ায়। তাতে পরিবার থেকে বিয়ের প্রস্তুুতি সম্পন্ন করলে ছেলের দ্বারা বিয়েতে বাধা অথবা নিজে বিয়ে করা অসম্ভব হয়ে যায়।
একমুখী প্রেম
অনেক সময় এমন হয় যে, শুধু ছেলে মেয়েকে ভালোবাসে কিন্তৃু মেয়ে এই প্রেমে সায় দেয়নি। ছেলেটি গভীর ভালোবাসলেও মেয়ের ভালোবাসার অভাবে মেয়েকে জীবনসঙ্গী বানিয়ে ঘড়ে তুলতে ব্যর্থ হয়।
মেয়ের পরিবারের চাপ
অনেক সময় মেয়ের পক্ষ থেকে সম্মতি থাকলেও পরিবারের চাপে প্রেমিককে অস্বীকার করে। এমনকি পরিবারের ইচ্ছায় বিয়ে করে নেয়।