আজ নতুন বন্ধু পাতানোর দিন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ০২:৪৫ পিএম
আজ নতুন বন্ধু পাতানোর দিন

বন্ধুহীন মানুষ ভাবা যায় না। বন্ধুহীন কেউ হয়তো তাপস, নাহয় উন্মাদ। সময়ের পরিক্রমায় জীবনে জড়িয়ে যায় নানান বন্ধু। কিন্তু আষ্টেপৃষ্ঠে আমৃত্যু থাকে কতজন। জীবনকে যাপনের একপর্যায়ে বন্ধু হারিয়ে যায়, অথবা যোগাযোগ শিথিল হয়ে পড়ে। কিন্তু তাই বলে একদম বন্ধুহীন হয়ে পড়ে না কেউ। একান্ত আপন কথা কিংবা সুখ-দুঃখ ভাগ করতে কেউ-না কেউ জুটেই যায়।

আজ ১৯ অক্টোবর, নতুন বন্ধু পাতানোর দিন। হলিডে ক্যালেন্ডারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয় ২০০৬ সালে। প্রথমবারের মতো পালিত হয় ২০০৭ সালে। ২০১২ সালে সামাজিকমাধ্যমে দিনটি ব্যাপক সাড়া ফেলে।

দিবসটি পালন করতে নতুন বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারেন অথবা কাউকে নতুন বন্ধুর স্বীকৃতিও দিতে পারেন। অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিনই কোনো না কোনোভাবে নতুন বন্ধু তৈরি হচ্ছেই।

আরএস