শিমুলের কচি মূলে মিলবে যে উপকার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০৮:১৯ পিএম
শিমুলের কচি মূলে মিলবে যে উপকার

শিমুল মূলকে প্রাকৃতিক ভায়াগ্রা বলা হয়। একান্ত সময়ে যারা বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধ খেয়ে মিলিত হন তাদের জন্য এটি খুবই উপকারী একটি জিনিস|

এর নেই কোন পার্শপ্রতিক্রিয়া। তবে সচরাচর এটি বাজারে পাওয়া যায় না বললেই চলে। আর যদিও পাওয়া যায় সেগুলো বুড়ো এবং শক্ত হয়ে থাকে| কচি শিমূল মূল খুবই উপকারী এবং খুবই পাওয়ারফুল।

উপকারিতা

গোপনাঙ্গ মোটা করে

গোপনাঙ্গ শক্ত করে

গোপনাঙ্গের শীথিলতা দূর করে

গোপনাঙ্গের আগা মোটা, গোরা চিকন সমস্যার সমাধান করে

সহবাসে টাইমিং পাওয়া যায় অর্থাৎ অনেকক্ষণ সহবাস করা যায়

সহবাসে আগ্রহ আনে

বীর্য ধরে রাখা যায় অনেকক্ষণ

বীর্য ঘন হয়

বীর্য মান সম্পন্ন হয়

১০০% পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত

১০০% প্রাকৃতিক এবং অর্গানিক ভেষজ পণ্য

যাদের সন্তান হয় না তাদের জন্য খুবই উপকারী

স্বপ্নদোষের ক্ষতিপূরণ করে

হস্তমৈথুনের ক্ষতি পূরণ করে

ইএইচ