বই মেলার তৃতীয় দিনে মোট বই প্রকাশিত হয়েছে ৭৪টি। এর মধ্যে কবিতার মধ্যে ২১টি। এছাড়া গল্প ৪টি, উপন্যাস ২০টি, ভ্রমণ ৪, ইতিহাস ২, রাজনীতি ১, চি:/স্বাস্থ্য ১, গবেষণা ১, ছড়া ১, রম্য/ধাঁধা ১, জীবনী ৩, অনুবাদ ৫, নাটক ১, বিজ্ঞান ১, অন্যান্য ১। মেলা শুরু হয় সকাল ১১:০০টায় এবং চলে রাত ৯:০০টা পর্যন্ত। বইমেলায় আজ ছিল শিশুপ্রহর।
আগামীকালের সময়সূচি
আগামীকাল ২১শে মাঘ ১৪৩০/৪ঠা ফেব্রুয়ারি ২০২৪ রবিবার। অমর একুশে বইমেলার ৪র্থ দিন। মেলা শুরু হবে বিকেল ৩:০০টায়, চলবে রাত ৯:০০টা পর্যন্ত। ।
আলোচনা অনুষ্ঠান
বিকেল ৪:০০টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ : কাঙাল হরিনাথ মজুমদার শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন তপন মজুমদার।
আলোচনায় অংশগ্রহণ করবেন জাফর ওয়াজেদ এবং আমিনুর রহমান সুলতান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুনতাসীর মামুন।
আরএস