সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের নিদর্শন বিষয়ক বিশেষ প্রদর্শনীর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৭:০৪ পিএম
সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের নিদর্শন বিষয়ক বিশেষ প্রদর্শনীর উদ্বোধন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের  সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের আয়োজনে বিভাগে সংগৃহীত নিদর্শন বিষয়ক বিশেষ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীটি উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, সরকারের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা। সভাপতিত্ব করেন সচিব, বাংলাদেশ জাতীয় এবং সরকারের উপসচিব মো. সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান রাখেন শক্তি পদ হালদার, কীপার (চলতি দায়িত্ব), সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগ এবং সঞ্চালনা করেন সুস্মিতা বিশ্বাস, সহকারী কীপার।

প্রর্দশনীতে শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, এস. এম. সুলতান, কাইয়ুম চৌধুরী, রফকিুন নবী, এম. মহিউদ্দিন, মাসুদুল আলম, মোহাম্মদ ফকরুল ইসলাম,  এ. কে. এম. কাইয়ুম, বীরেন সোম, এমদাদুল হক, মো. মতলুব আলী, আবদুল মুকতাদির, ফকরুজ্জামান, মোহাম্মদ মোহসিন, তাজুল ইসলাম, গৌতম চক্রবর্তী, দিলারা বেগম জলি, তন্দ্রা দাস, মো. রেজাউল করিম, তরুণ কুমার ঘোষ, জাহিদ মুস্তাফা, মোহাম্মদ ফকরুল ইসলাম, সয়ৈদ ইকবাল, মাকসুদা ইকবাল নীপা,  সিদ্ধিনাথ  শঙ্কর তালুকদার, উত্তম কুমার কর্মকার, নাজয়িা আন্দালবি প্রমিা, লায়লা শার্মিন, মো. তানভীর জালাল, আনিছুজ্জামান সোহেল, আলী আকবর, জবেুন নাহার নাঈমা, ফারহানা ইয়াসমীন, উপমা দাস, তাদাইচি সাকামোতো (জাপানি) এবং যোসাইয়া ম্যাকনামার (ফিজি)সহ ৩৬ জন শল্পিীর ৭৭ টি শল্পির্কম প্রর্দশতি হচ্ছে।  

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন এ ধরনের প্রদর্শনী বেশি করে আয়োজনের মাধ্যমে দেশের নতুন প্রজন্মকে দেশের বরেণ্য শিল্পীদের শিল্পকর্ম দেখার সুযোগ করে দেয়া প্রয়োজন। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা এবং তাদের অংশগ্রহণ এ প্রদর্শনীকে অর্থবহ করে তুলবে।

২৫ ফেব্রুয়ারি থেকে  ৮ মার্চ পর্যন্ত জাদুঘর পরিদর্শনের সময়সূচি অনুযায়ী বিনা টিকিটে দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

আরএস