ঢাকা ছেড়েছেন ৩৫ লাখ সিম ব্যবহারকারী

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জুলাই ১০, ২০২২, ১০:০৩ এএম
ঢাকা ছেড়েছেন ৩৫ লাখ সিম ব্যবহারকারী

পবিত্র ঈদুল আজহার ছুটির প্রথম দিন ৩৫ লাখের বেশি সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।

শনিবার (৯ জুলাই) এক ফেইসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন  ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি জানান, শুক্রবার ঢাকার বাইরে গেছেন চারটি মোবাইল কোম্পানির ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২টি সিমের গ্রাহক।

এর মধ্যে গ্রামীণফোনের ১৫ লাখ ৮৩ হাজার ৩৩২ জন, রবির ৯ লাখ ৭৫ হাজার ৬১৩ জন, বাংলালিংকের ৮ লাখ ৪৯ হাজার ৪৬০ জন এবং টেলিটকের ১ লাখ ২২ হাজার ৩২৭ জন ব্যবহারকারী রয়েছেন।

বিপুল পরিমাণ মানুষের ঢাকা ছেড়ে যাওয়ার প্রমাণ এ পরিসংখ্যানে মিললেও শুক্রবার ঈদের জন্য বাড়িফেরা মানুষের ‘প্রকৃত সংখ্যা’ এটি নয়। মোবাইল ফোনবিহীন শিশুরা এই হিসাবের বাইরেই থাকছে। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, শূন্য থেকে ১৪ বছর পর্যন্ত বয়সীরাই মোট নাগরিকের ৩০ দশমিক ৮ শতাংশ। তাছাড়া একাধিক সিম ব্যবহারকারী থাকায় প্রকৃত হিসাব পাওয়া কঠিন।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের হিসাবে, ঢাকার জনসংখ্যা এখন সোয়া দুই কোটির মত। এর মধ্যে এক কোটির বেশি মানুষ ঈদে অন্য কোনো জেলায় যান বলে ধারণা করা হয়।