তুলা মার্কেট থেকে ১০০ অবৈধ দোকান উচ্ছেদ: তাপস

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২, ০৮:২৫ পিএম
তুলা মার্কেট থেকে ১০০ অবৈধ দোকান উচ্ছেদ: তাপস

রাজধানীর নীলক্ষেতে তুলা মার্কেট থেকে ১০০’র বেশি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৯ নভেম্বর) রাজধানীর পোস্তগোলা জাতীয় মহাশ্মশান উন্নয়ন কাজের উদ্বোধনে গিয়ে মেয়র এ কথা জানান।

তিনি বলেন, ডিএসসিসি’র বিভিন্ন মার্কেটে প্রতারক চক্র নকল কাগজ বানিয়ে অবৈধভাবে দোকান দখল করেছে। এই চক্রটি বিভিন্ন সময় বিভিন্ন মার্কেটে নিজেদের মতো করে নানারকম অবকাঠামো নির্মাণ করেছে। এতে যারা প্রকৃত দোকানদার বা ব্যবসায়ী, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সিটি করপোরেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে সব অবৈধ দখলদার, অবৈধ দোকানদার উচ্ছেদে কার্যক্রম নিয়েছি। ফলে নীলক্ষেতে তুলা মার্কেটের একশোর ওপরে অবৈধ দোকান উচ্ছেদ করেছি।

নীলক্ষেতের উচ্ছেদ অভিযানে যদি প্রকৃত দোকানদার থাকেন তাহলে তাদের বিকল্প দোকানের ব্যবস্থা করা হবে বলে জানান মেয়র।

তিনি বলেন, প্রকৃত ব্যবসায়ী, প্রকৃত দোকানদারদের কাছে আমরা অবশ্যই দায়বদ্ধ। তাদের জন্য বিকল্প ব্যবস্থা করবো। তবে অবৈধভাবে যারা ছলচাতুরি করে বিভিন্নভাবে সিটি করপোরেশনের জমি, দোকান দখলে নিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

এবি