‍‘বাংলাদেশে বিরিয়ানি থেকে শুরু করে মিষ্টি দইয়ের স্বাদ নিয়েছি’

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩, ০৪:৫৮ পিএম
‍‘বাংলাদেশে বিরিয়ানি থেকে শুরু করে মিষ্টি দইয়ের স্বাদ নিয়েছি’

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের নাগরিকদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এই দেশে বিরিয়ানি থেকে শুরু করে মিষ্টি দই পর্যন্ত হরেক খাবারের স্বাদ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

রোববার (১ জানুয়ারি) নববর্ষের শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা জানান।

পিটার হাস বলেন, আপনাদের অসাধারণ এই দেশটিতে আমার প্রথম বছরে সুশীল সমাজ প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিল্পী, সব দলের রাজনীতিবিদ এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদারের লক্ষ্যে কর্মরত আমাদের গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছি।

তিনি আরও বলেন, আপনাদের উষ্ণতম আতিথেয়তার জন্যও আমি কৃতজ্ঞ এবং আমি বিরিয়ানি থেকে শুরু মিষ্টি দই পর্যন্ত হরেক রকম খাবারের স্বাদ উপভোগ করেছি। নতুন বছরে আমরা আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য উন্মুখ হয়ে আছি। যুক্তরাষ্ট্র দূতাবাস সম্প্রদায়ের পক্ষ থেকে সবাইকে শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও নববর্ষের শুভেচ্ছা।

এবি