অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে তাদেরকে অপসারণ করা হয়।
চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা হলেন— অঞ্চল-১ এর উপকর কর্মকর্তা মো. রবিউল করিম খান, ঢাকা মহানগর শিশু হাসপাতালের স্টোর কিপার রুহুল আলম ও অঞ্চল-৪ এর রেন্ট অ্যাসিসটেন্ট মোহাম্মদ রমজান আলী।
এ বিষয়ে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের সংবাদমাধ্যমকে বলেন, মূলত তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই প্রাথমিক পদক্ষেপ হিসেবে তাদেরকে অপসারণ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, দায়িত্বে থাকাকালে ভবন-স্থাপনার পৌরকর অবৈধভাবে কমিয়ে দেওয়ার আশ্বাসে গ্রাহকদের কাছ থেকে আর্থিক সুবিধা নিতেন রাজস্ব বিভাগের উপকর কর্মকর্তা রবিউল করিম খান। তার বিরুদ্ধে আরও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
এবি