বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১৫ জন

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ০৫:৪৮ পিএম
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১৫ জন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ ঘোষণা করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাটারিতে ১৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২’ ঘোষণা করা হয়।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ প্রাপ্তরা হলেন- কবিতা- ফারুক মাহমুদ, তারিক সুজাত, কথাসাহিত্য- তাপস মজুমদার, পারভেজ হোসেন প্রবন্ধ/গবেষণা- মাসুদুজ্জামান  অনুবাদ- আলম খোরশেদ নাটক- মিলন কান্তি দে, ফরিদ আহমদ দুলাল শিশুসাহিত্য- ধ্রুব এষ, মুক্তিযুদ্ধ-ভিত্তিক গবেষণা- মুহাম্মদ শামসুল হক বঙ্গবন্ধু-বিষয়ক গবেষণা- সুভাষ সিংহ রায় বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান -মোকাররম হোসেন আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনি- ইকতিয়ার চৌধুরী, ফোকলোর- আবদুল খালেক, মুহাম্মদ আবদুল জলিল।

অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।

টিএইচ