‘শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে দাবিত করেছেন’

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৫:৫২ পিএম
‘শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে দাবিত করেছেন’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্য দিয়েই দেশের সার্বিক উন্নয়ন সাধিত হয়। সড়ক যোগাযোগ ব্যবস্থা মানুষকে গতিশীল করে। জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী এ বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে মেঘা প্রকল্পের মাধ্যমে পদ্মা ব্রিজ কর্নফুলি টানেল, মেট্ররেল, পাতাল রেলসহ পায়রা সেতু, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা সেতুরমত দেশময় মানুষের কল্যানে উন্নয়ন কাজ করে চলছেন। এরই ধারাবাহিকতায় পিরোজপুর ১ আসনের সর্বত্রই উন্নয়নের কর্মকাণ্ড অব্যহত রয়েছে। 

বিগত বিএনপি জামায়াতের সরকরের আমলে পিরোজপুর জেলায় উল্লেখযোগ্য কোন উন্নয়ন হয়নি। করোনা মহামারিতে দেশের উন্নয় কাজ বাধাগ্রস্ত হলেও আমরা গোটা জেলায় অনেক উন্নয়ন কাজ করেছি। বিশ্ববিদ্যালয়সহ বড় বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে ও হচ্ছে। এজন্য চাই সরকারের ধারাবাহিকতা। কারণ আপনারা জানেন ১৯৯৬ সালে আওয়ামী লীগ মানুষের স্বাস্থ্য সেবা দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটিক্লিনিক প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তি সময় বিএনপি জোট সরকার ক্ষমতায় এসে সবগুলো বন্ধ করে দিয়েছিল। 

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে দাবিত করেছেন’ এ ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। 

তিনি শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের পরে চাঁদকাঠি জিসি সড়কের উন্নয়ন ও ব্রিজ উদ্বোধন কালে এসব কথা বলেন। 

এসময় আরও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এসএম মুইদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধূরী,ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার, নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.রিয়াজ হোসেন, গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক কাওসার উদ্দিন তালুকদার ইপি চেয়ারম্যানগন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ। 

মন্ত্রী এরপর কালীবাড়ী বালিকা বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর, রাব্বানীয়া দাখিল মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও কয়েকটি উন্নয়ন সমাবেশে বক্তৃতা করেন।

কেএস