নাগরিকের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে: স্পিকার

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: মার্চ ১, ২০২৩, ০৯:৩৯ পিএম
নাগরিকের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে: স্পিকার

বাংলাদেশের সকল নাগরিকের সুষম উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৷

বুধবার (১ মার্চ) ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুরের অধীন ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান স্টাডিজের উদ্যোগে ‘দ্য রোল অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন এড্রেসিং পোভার্টি অ্যান্ড ইনইকুয়েলিটি’ শীর্ষক সেমিনারে গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত হয়ে শিরীন শারমিন চৌধুরী এ কথা জানান।  

সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, শ্রেণী-পেশা নির্বিশেষে দেশের নাগরিকের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

কোন নাগরিক যেন গৃহীত উন্নয়ন কৌশলের সুফল থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

এ সময় স্পিকার বাংলাদেশ সরকারের সার্বিক উন্নয়ন কৌশল ও সম্ভাবনার প্রেক্ষাপট তুলে ধরেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনার পাশাপাশি শতভাগ বিদ্যুতায়ন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, কোভিড পরবর্তী পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্যে স্থিতিশীলতা, অবকাঠামোগত উন্নয়ন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব বিবেচনায় টেকসই উন্নয়নকে প্রাধান্য দিয়ে ডেল্টাপ্লান ২১০০ প্রণয় করেছে। আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা সরকারের মূল লক্ষ্য।

সেমিনারে সিঙ্গাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা প্রশ্নোত্তর ও আলোচনাপর্বে অংশ নেন।

এবি