‘বিস্ফোরণের পর থেকেই খুঁজতেছি। এখনো কোনো খবর নাই আমার মেয়ে জামাই সুমনের।’ কথাগুলো বলছিলেন বিস্ফোরণের পর থেকে নিখোঁজ হওয়া সুমনের শশুর আব্দুর রব।
গতকাল সকালে বাসা থেকে বের হয়ে দোকানে আসে মালিটোলার বাসিন্দা ও সিদ্দিক বাজারের, আনিকা সেনেটারি এজেন্সির মালিক মুহিউদ্দিন সুমন(৪৫)। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন সুমন।
বুধবার (৮মার্চ) দুপুরে গুলিস্তানের সিদ্দিক বাজার, আলু বাজারের বিস্ফোরণ স্হলে নিখোঁজ থাকা বেশ কয়েকজনের স্বজনকে বসে থাকতে দেখা যায়।
বাংলাদেশ সেনেটারি ম্যানেজার স্বপন (৪০) কে খুঁজছেন শ্যালক নূরনবী। তিনি বলেন, ‘বিভিন্ন মর্গে ঘুরে এসেছি। সেখানে না পেয়ে এখানে বসে আছি, দেখি আইনশৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করতে পারে কি না।’
নূরনবী আরও বলেন, আমার দুলাভাই স্বপনের দুই ছেলে মেয়ে আছে। তাদের অবস্থা খুব খারাপ।
এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, র্যাবের ডগ স্কোয়াড ও সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
গুলিস্তানের সিদ্দিকবাজারে গতকালকের ভয়াবহ এই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে, এতে আহত হয়েছেন ২ শতাধিক মানুষ।
এআরএস