স্বাচ্ছন্দে গ্যাসের চুলা জ্বালানোর পরামর্শ তিতাসের

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৩, ০৭:৪২ পিএম
স্বাচ্ছন্দে গ্যাসের চুলা জ্বালানোর পরামর্শ তিতাসের

গ্যাসের সরবরাহ স্বাভাবিক হওয়ায় স্বাচ্ছন্দে ও  নির্বিঘ্নে গ্যাসের চুলা জ্বালানোর পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় তিতাসের জনসংযোগ দপ্তার থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, গত সোমবার রাত সাড়ে ১০টা থেকে ১১ টার মধ্যে রাজধানীর রামপুরা, বাড্ডা, বনশ্রী, বেইলি রোড থেকে গ্যাসের গন্ধ পাওয়ার অভিযোগ আসে। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে তিতাসের ১৪টি ইমার্জেন্সি টিম ওই সব এলাকা সরেজমিন পরিদর্শন করে এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ প্রদান করে। পরিস্থিতি স্বাভাবিক করতে গ্যাসের চাপ কমিয়ে দেয়া হলে অল্প কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে শিল্প-কারখানা বন্ধ থাকার কারণে গ্যাসলাইনে চাপ পূর্বের তুলনায় বেশি থাকায় এবং ঢাকা শহরের গ্যাসের চাহিদা কমে গিয়ে সরবরাহ লাইনে গ্যাসের চাপ বেশি থাকে। বর্তমানে ঢাকা শহরের গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। জনসাধারণকে আতঙ্কিত না হয়ে নির্বিঘ্নে গ্যাসের চুলা ব্যবহারের পরামর্শ দেয়া যাচ্ছে।
এআরএস