কুড়িগ্রামে সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৩, ২০২৩, ০৩:১১ পিএম
কুড়িগ্রামে সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বিকালে কুড়িগ্রাম আউটার স্টেডিয়াম মাঠে ৭দিন ব্যাপী জেলা বৃক্ষমেলা-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উপ-সচিব মিনহাজুল ইসলাম।

উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন, বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মো. মিজানুর রহমান, সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, দৈনিক কুড়িগ্রাম খবর পত্রিকার সম্পাদক ছানালাল বকসী,জেলা বন কর্মকর্তা মোহাম্মদ রাশিদ আরিফ প্রমুখ।

মেলা উদ্বোধনের পর অতিথিরা মেলা চত্বরের সুসজ্জিত ২৯টি স্টোল পরিদর্শন করেন। নানা রকম ফুল, ফল, বনজ ও ঔষধি বৃক্ষ মেলা চত্বরে দর্শনার্থী ছিলো ভরপুর।

পরে উপস্থিত শিক্ষাথৃীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা উপহার দেয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উপ-সচিব মিনহাজুল ইসলাম বলেন, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং আর্থ-সামজিক অবস্থার উন্নয়নে বৃক্ষরোপন অভিযানের গুরুত্ব অপরিসীম বিবেচনায় মেলায় শিক্ষার্থী এবং জনগনকে সম্পৃক্ত করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে।

এইচআর