বাংলাদেশে ‘ক্যাবি প্লান্টওয়াইজ প্লাস’ অনুষ্ঠানের উদ্বোধন

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৪:৫৪ পিএম
বাংলাদেশে ‘ক্যাবি প্লান্টওয়াইজ প্লাস’ অনুষ্ঠানের উদ্বোধন

ডিজিটাল এডভাইজরি ট্যুলস এর সহায়তায় ফসলের সুরক্ষা প্রদান, ফসলের নতুন নতুন বালাই সনাক্ত ও দমন এবং তুলনামূলক কম ক্ষতিকর জৈবিক বালাইনাশকের স্থানীয় উৎপাদন ও সরবারহ করার লক্ষ্যে রোববার (০৩ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটরিয়ামে বাংলাদেশে ‘ক্যাবি প্লান্টওয়াইজ প্লাস’ অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো: রুহুল আমীন তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক তাজুল ইসলাম পাটওয়ারী, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, ক্যাবি বাংলাদেশ প্রতিনিধি ড. মো: সালেহ, ক্যাবি‍‍`র ক্রপ হেলথ এডভাইজর ড. কেইথ হোলস এবং ক্যাবির সাউথ এশিয়া কোঅর্ডিনেটর ড. মালভিকা চৌধুরি প্রমুখ।

এসময় বক্তারা আগামীদিনে নিরাপদ ও পুষ্টিকর ফসল উৎপাদন, ফসলের স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে খাদ্য নিরাপত্তা অর্জন এবং কৃষিপণ্যের নিরাপদ আমদানী রপ্তানী কার্যক্রমে সরকারের চলমান প্রকল্পগুলোর জন্য এ উদ্যোগ বেশ সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এআরএস