বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রসায়ন বিভাগের আয়োজনে ‘ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাংগুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) ও বিদেশে অধ্যয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গ্যালারী রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাংগুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) ও বিদেশে অধ্যয়নের ব্যাপারে বিভিন্ন দিক তুলে ধরেন মেন্টরস’র ফোকাল পার্সন আল-নাসের।
এ সময় উপস্থিত ছিলেন রসায়ণ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. বিজন মোহন চাকী, সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ, সহযোগী অধ্যাপক ড. হারুন-আল-রশীদ, একই বিভাগের প্রভাষক মোস্তফা কাইয়ুম শারাফাতসহ বিভাগটির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
এআরএস