ডিএমপিকে বিএনপির জবাব

নয়াপল্টন ছাড়া অন্য কোথাও সমাবেশ সম্ভব নয়

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩, ০৪:১৫ পিএম
নয়াপল্টন ছাড়া অন্য কোথাও সমাবেশ সম্ভব নয়

আগামী ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ নয়াপল্টনস্থ বিএনপির প্রধান কার্যালয়ের সামনেই আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। অন্য কোন ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে বিএনপি। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ সালাহ্উদ্দিন মিয়া বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ২৮ অক্টোবর নয়াপল্টনস্থ বিএনপি‍‍`র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি‍‍`র উদ্যোগে অনুষ্ঠিতব্য সমাবেশ সম্পর্কিত ৭ টি তথ্যের বিষয়ে জানতে চাওয়া হয় । পত্রে উল্লেখিত ক্রমানুসারে ৭ টি তথ্যের জবাব নিম্নরুপ :

১. সমাবেশ বেলা ২ টায় শুরু হবে এবং মাগরিবের আযানের পূর্বে শেষ হবে।

২. সমাবেশে এক লাখ থেকে সোয়া লাখ লোক হতে পারে।

৩. সমাবেশটি পশ্চিমে বিজয়নগর মোড় ও পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত বিস্তৃত হতে পারে।

৪. সমাবেশে পশ্চিমে বিজয়নগর মোড় এবং পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত কিছুদুর অন্তর অন্তর মাইক লাগানো হবে।

৫. ২৮ অক্টোবর বিএনপি‍‍`র সমাবেশে বিএনপি‍‍`র নেতৃবৃন্দ ব্যতিরেকে অন্যকোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন না।

৬. সমাবেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য দলের নিজস্ব স্বেচ্ছাসেবকবৃন্দ দায়িত্ব পালন করবেন, যার সংখ্যা হবে ৫০০ জন।

৭. ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ নয়াপল্টনস্থ বিএনপি‍‍`র প্রধান কার্যালয়ের সামনেই আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। অন্য কোন ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না।

এর আগে বুধবার (২৫ অক্টোবর) এক চিঠিতে জননিরাপত্তার স্বার্থে বিএনপির কাছে ৭টি বিষয়ে জানতে চায় ডিএমপি। যার জবাব দিতে বলা হয়েছে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মধ্যে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৮ অক্টোবর দুপুর ২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ সমাবেশের অনুমতির জন্য প্রেরিত পত্রটি  গৃহীত হয়েছে। এ বিষয়ে মতামত প্রদান ও পরবর্তীতে জননিরাপত্তা পরিকল্পনা প্রণয়নে নিম্নলিখিত তথ্যসমূহ জানা একান্ত প্রয়োজন।

১. সমাবেশে লোকসমাগম কখন শুরু হবে এবং সমাবেশ কখন শেষ হবে?

২. সমাবেশে কি পরিমাণ লোক সমাগম হবে?

৩. সমাবেশটি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হতে ঠিক কোন কোন স্থান পর্যন্ত বিস্তৃত হবে?

৪. সমাবেশে বক্তব্য প্রচারের জন্য কোন কোন স্থানে মাইক স্থাপন করা হবে?

৫. সমাবেশে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন কি না?

৬. সমাবেশে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে কি না? হলে, তার সংখ্যা কত?

৭. জননিরাপত্তাজনিত কারণে নয়াপল্টনে অনুমতি দেয়া সম্ভব না হলে বিকল্প ২টি ভেন্যুর নাম প্রস্তাব করুন।

প্রসঙ্গত, ১৮ অক্টোবর নয়াপল্টনে এক সমাবেশ থেকে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ কর্মসূচির ঘোষণা করে বিএনপি। দলটির একাধিক সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, রাজধানীর নয়াপল্টন ঘিরেই ২৮ অক্টোবর মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সমাবেশের স্থান নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা ও প্রতিবন্ধকতার সৃষ্টি করা হতে পারে-এমন দিক ভেবে সে প্রস্তুতি শুরু করেছে দলটি। তবে এ সমাবেশকে ঘিরে বিএনপি নিজে থেকে সংঘাতে না জড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

আরএস