আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৩, ১২:৪২ পিএম
আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সাভারের আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করছে কয়েকটি কারখানায় কয়েক হাজার শ্রমিক৷ এ সময় সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ।

সোমবার (৩০ অক্টোবর) টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার জামগড়া, ছয়তলা, নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়কেটি কারখানার শ্রমিক মজুরি বৃদ্ধির দাবিতে সড়কে নেমে আসে। পরে পুলিশ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কয়েক রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এরপর শ্রমিকরা আবারও ছত্রভঙ্গ হয়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল আন্দোলনের সময় এক নারী শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে ওই নারীর মৃত্যুর গুজব ছড়িয়ে পরলে আজ সকালে শ্রমিকরা অফিসে প্রবেশ করলেও কাজে যোগা না করে রাস্তায় নেমে আসে।

এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন আমার সংবাদকে বলেন, বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেই সাথে সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন ব্যস্ত আছি, পরে বিস্তারিত জানানো যাবে।

এআরএস