আধুনিক ঢাকার নতুন গেইটওয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ে। দেশের প্রথম ১৪ লেনের মহাসড়ক, যার ৮টি এক্সপ্রেসওয়ে। নান্দনিক এ সড়ক ধরেই তৈরি হচ্ছে পূর্বাচল স্যাটেলাইট সিটির নকশা।
রাজধানীর কুড়িল ফ্লাইওভার থেকে পূর্বাচলের কাঞ্চন ব্রিজ পর্যন্ত মাত্র ১৩ কিলোমিটার সড়ক হলেও দেশের প্রশস্ততর আর এশিয়া মহাদেশের অন্যতম এক্সপ্রেসওয়ের স্থান দখল করেছে রাজউকের অধীনে গড়া পূর্বাচলের ৩শ ফুট সড়ক যার ছোঁয়ায় বদলে যাচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের অর্থনৈতিক ও ভৌগোলিক উন্নয়নের যাত্রাপথ। শুধু তাই নয় রাজধানীর পূর্বাঞ্চলীয় জেলায় পড়েছে এর প্রভাব। সরকারের এমন মেগা প্রকল্পের সুফল ভোগ করতে শুরু করেছে জনসাধারণ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীর কুড়িল ফ্লাইওভার থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে সংযোগ করে দিয়েছে ঢাকা বাইপাস সড়কের সঙ্গে। আর ঢাকা বাইপাস হলো ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুটির মেলবন্ধন। আর এসব সড়কের গতিপথ চলে গেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মধ্যভাগে। যার প্রভাব পড়েছে স্থানীয় অর্থনৈতিক সমৃদ্ধিতে। এ সড়কের পাশে গড়ে ওঠেছে শিল্প কারখানা, বেড়েছে জমির দাম। পাশাপাশি সরকারের উন্নয়ন স্থাপনার অন্যতম মেগা প্রকল্প ভুলতা ফ্লাইওভার, পিতলগঞ্জের মেট্রোরেল লাইন ওয়ান, পাতাল ও মেট্রোরেল ডিপো সংযোগ, একাধিক সেতু সবগুলোই রূপগঞ্জের অর্থনৈতিক রূপ বদলে দিতে সহায়ক বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় জাঙ্গীর এলাকার বাসিন্দা পুনম ফেরদৌস বলেন, গত ১০ বছরে প্রায় ৬ গুণ জমির দাম বেড়েছে পূর্বাচলের আশপাশের মৌজায়। তবে ব্যাপক চাহিদা থাকায় জমিতে বিনিয়োগকারী বিভিন্ন আবাসন প্রকল্পের লোকজন তাদের নির্ধারিত এলাকা নিয়ে বালি ফেলে জমি দখলে মেতেছে। যা স্থানীয়দের জন্য বিষফোড়া। বাগবের গ্রামের বাসিন্দা আলম মিয়া বলেন, পূর্বাচলের ৩শ ফুট সড়ক হলো রাজধানীতে প্রবেশের অন্যতম গেটওয়ে। এতো সুন্দর প্রকল্প দক্ষিণ এশিয়ায় এই প্রথম। হারিন্দার বাসিন্দা আব্দুর রহমান শাহিনুর বলেন, সময়ের ব্যবধানে দৃষ্টিনন্দন পূর্বাচল এক্সপ্রেসওয়ে এখন দৃশ্যমান।এর নির্মাণকাজ প্রায় ৯০ ভাগ সমাপ্তি হয়েছে।
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ছালাউদ্দিন ভূঁইয়া বলেন, আগে যেখানে রূপগঞ্জ থেকে ঢাকায় প্রবেশ করতে ২ ঘণ্টা সময় লাগতো এখন ১৫ মিনিট লাগে। শুধুমাত্র এ সরকারের মেগা প্রকল্পের কারনে রূপগঞ্জের জমির দাম বাড়াসহ এ অঞ্চলের এক সময়ের গরিবরাও এখন কোটিপতি। বিনোদন স্পটগুলোও দেদারছে ব্যবসা করছে। এদিকে হাজার হাজার দর্শনার্থীরা আসছেন রূপগঞ্জে।
ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বলেন, সরকারের বেশ কিছু মেগাপ্রকল্প রূপগঞ্জে হয়েছে। শুধুমাত্র ৩শ ফুট সড়কের কারণে দ্রুত এ অঞ্চলের অর্থনৈতিক বিপ্লব ঘটেছে।
সূত্রমতে, ৩শ ফুট সড়ক এখন রূপ নিয়েছে উন্মুক্ত পাকে। সড়কের মাঝপথে সবুজ গাছ গাছালি, দু`পাশে খাল আর ওয়াকওয়ে, চারটি আইলুপ, খালের উপর ১৩ টি সেতু, চারটি এক্সপ্রেসওয়ে ফুট ওভার ব্রিজ এবং পাঁচটি লুইস গেট সমৃদ্ধ এমন সড়ক বলে দেয় দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
এআরএস