শুরু হলো দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪, ০৩:৩৩ পিএম
শুরু হলো দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নতুন সরকার গঠন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এবারও সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উপনেতা মতিয়া চৌধুরী। অন্যদিকে, বিরোধী দলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির জি এম কাদের ও উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ।

উল্লেখ্য, দ্বাদশ সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য ২২৩ জন। তাছাড়া, স্বতন্ত্র সংসদ সদস্য ৬২, জাতীয় পার্টির ১১, জাতীয় সমাজতান্ত্রিক দলের ১, ওয়ার্কার্স পার্টির ১ আর কল্যাণ পার্টির ১ জন সংসদ সদস্য আছেন।

আরএস