বাংলাদেশের কুষ্টিয়া, রাজশাহী, নাটোর ও মেহেরপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টা ৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর এলাকায়।
যার দূরত্ব মেহেরপুর জেলা থেকে ১০ কিলোমিটার। তবে ভূমিকম্পে মেহেরপুর জেলায় কােনো ক্ষয়ক্ষতি হয়নি।
এইচআর