১৩৭ পদে জনবল নেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৩, ২০২৪, ০৭:৩৯ পিএম
১৩৭ পদে জনবল নেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে জনবল নিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে দুটি পদে মোট ১৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ৯৯
বেতন স্কেল: ১১০০–২৬৫৯০ টাকা (গ্রেড–১৩)। 

আবেদনের যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ ও বাংলায় ৫০ শব্দের গতি থাকতে হবে। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।

২. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ৩৮
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে। এ ছাড়া বিআরটিএ থেকে হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

বয়সসীমা: ১৮–৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।  

আবেদন ফি: পরীক্ষার ফি হিসেবে ২২৩ টাকা টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগামী ৪ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

সার্কুলার দেখতে এবং আবেদন করতে লিঙ্কে ক্লিক করুন।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন...

আরেএস