বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মাথাপিছু ঘণ্টায় ১৫০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চাই

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ৫, ২০২৪, ০৬:০৫ পিএম
মাথাপিছু ঘণ্টায় ১৫০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চাই

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আমরা মানসম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে চাই। বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ঘণ্টায় ৬০২ কি:ও: হলেও আমরা দ্রুততার সাথে তা ১৫০০ কি:ও: করতে চাই। বিশাল কর্মযজ্ঞ-বিপুল বিনিয়োগ। এই অগ্রযাত্রায় এআইআইবিকে আমাদের অংশীদার হিসেবে পেতে চাই।

আজ মঙ্গলবার প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)-এর ভাইস চেয়ারম্যান রজত মিশ্রা সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

প্রতিমন্ত্রী, ভাইস চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে বলেন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংককে বাংলাদেশে আরও বড় আকারে দেখতে চাই। গ্যাস পাইপলাইন প্রকল্প, ভূগর্ভস্থ সঞ্চালন লাইন, বিতরণ লাইনে আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস মিটার, স্টোরেজ সিস্টেম, বায়ু ফুয়েল ইত্যাদি খাত ও এর উপখাতে বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে।

ভাইস চেয়ারম্যান বলেন, বাংলাদেশ, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের অন্যতম অংশীদার। জ্বালানি মহাপরিকল্পনা ও রূপপুর সঞ্চালন ব্যবস্থার অবস্থা নিয়ে মন্তব্যকালে তিনি বলেন, এআইআইবি বাংলাদেশে বিতরণ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। এ সময় সঞ্চালন ব্যবস্থা বেসরকারি করণ, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ আমদানি-রপ্তানি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

উল্লেখ্য, এআইআইবি’র অর্থায়নে ৯৫৬.৪১ মিলিয়ন ডলারের ৪টি প্রকল্প পিজিসিবি বাস্তবায়ন করছে। বিদ্যুৎ বিভাগে ৩০৬৮ মিলিয়ন ডলারের ৬টি প্রকল্পের প্রস্তাব রয়েছে। 

সাক্ষাৎকালে অন্যান্যের মাঝে এআইআইবি-এর এনার্জি স্পেশালিস্ট হ্যারিভাসকার রাঙারাজন  ও সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট ফরহাদ আহমেদ, জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব মো: হুমায়ুন কবীর এবং বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব তানিয়া খান উপস্থিত ছিলেন।

বিআরইউ