আনার হত্যাকাণ্ডের বিচার ভারতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১, ২০২৪, ০৪:১৪ পিএম
আনার হত্যাকাণ্ডের বিচার ভারতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আনোয়ারুল আজিম আনারের মূল হত্যাকাণ্ড যেহেতু  ভারতে হয়েছে এবং মামলাও ভারতে হয়েছে। সেহেতু তার বিচার ভারতেই হবে। তবে ভারত যদি আমাদের সম্পৃক্ততা করে তাহলে  তাদেরকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে মাদ্রাসা শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের  তিনি একথা জানান।

তিনি বলেন, একজন সংসদ সদস্যকে এভাবে নৃশংস ভাবে হত্যা করবে আমরা বসে থাকবো তা হতে পারে না। আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সিয়াম, নেপালে আছে বলে আমাদেরকে জানিয়েছেন অন্য আসামিরা। 

এ বিষয়ে প্রধানমন্ত্রী খোঁজ খবর নিচ্ছেন। আমরা চাই যারাই এ নৃশংস হত্যাকাণ্ডে জড়িত আছেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এবং নেপালে যিনি আছেন তাকে ফিরে আনা হবে।

তিনি আরো বলেন,  সেজন্য আমরা তাকে ধরতে ভারত সরকারের সাথে যেহেতু যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময়ের চুক্তি আছে। সেহেতু তারা আসামিদের ফিরে আনতে আবেদন করবে। আমাদের এখানে (হত্যাকাণ্ড) হলে আমরা আবেদন করতাম।

বিআরইউ