৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে সোমবার মধ্যরাতে। এই ধাপে ৬০ উপজেলায় বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপে ইভিএমে ছয় উপজেলায় আর ব্যালটে হবে ৫৪ উপজেলার নির্বাচন।
এ সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টা উপজেলাগুলোতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এরইমধ্যে ভোটের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামানো হয়েছে র্যাব, বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নির্বাচনি অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনায় মাঠে রয়েছেন বিচারিক ম্যাজিস্ট্রেট ও আচরণ বিধি প্রতিপালনে নিয়োজিত করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গঠিত বিভিন্ন টিমের বিষয়ে ইসির এক নির্দেশনায় বলা হয়েছে, ভিজিল্যান্স টিম ও অবজারভেশন টিম, মনিটরিং টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন এবং ওই টিমসমূহের কার্যক্রম নির্ধারিত তিন দিন পরপর বা ক্ষেত্রমতো তাৎক্ষণিক নির্বাচন কমিশন সচিবালয়কে জানাতে হবে।
ইএইচ