৮ বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১৮, ২০২৪, ১২:০১ পিএম
৮ বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

ময়মনসিংহ, রংপুর, সিলেট, ও ঢাকাসহ দেশের ৮ বিভাগে ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ১৭ জুন সন্ধ্যা ৬টা থেকে ১৮ জুন (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু্য়কে জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়অসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

আর ১৮ জুন সন্ধ্যা ৬টা থেকে ১৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এদিকে মঙ্গলবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলো জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এদিন ভোর ৫টা থেকে দুপুর একটা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ইএইচ