রাত থেকে ভোর পর্যন্ত মোবাইল টাওয়ার নিষ্ক্রিয় প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২৩, ২০২৪, ১২:২৭ এএম
রাত থেকে ভোর পর্যন্ত মোবাইল টাওয়ার নিষ্ক্রিয় প্রস্তাব

গ্রামীণ অঞ্চলে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোবাইল টাওয়ার নিষ্ক্রিয় রাখতে সংসদে প্রস্তাব করেছেন সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত।

শনিবার জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব করেন।

বিএসএমএমইউয়ের সাবেক এই উপাচার্য বলেন, ‘একজন চিকিৎসক হিসেবে আমি সবসময় প্রযুক্তির পক্ষে। আমি ডিজিটাল বাংলাদেশের পক্ষে, স্মার্ট বাংলাদেশের পক্ষে। কিন্তু আমাদের ডিজিটাল পদ্ধতি অর্থাৎ যেভাবে মোবাইল ফোনের অপব্যবহার হচ্ছে, আমার মনে হয় না আর বেশি দিন আমাদের এই প্রজন্ম প্রতিবন্ধী না হয়ে থাকতে পারবে। বিল গেটস নিজে বলেছেন— উনি ওনার সন্তানকে ১৬ বছরের আগে মোবাইল ফোন স্পর্শ করতে দেননি।’

মোবাইল আবিষ্কারকের কথা তুলে ধরে প্রাণ গোপাল দত্ত এমপি বলেন, ‘মার্টিন কুপার এক বছর আগে বলেন— আমি যদি জানতাম যে একজন ব্যক্তি, এই প্রজন্ম মোবাইল ফোনের সঙ্গে ৫-৬ ঘণ্টা আঠার মতো লেগে থাকবে, তাহলে এটা আবিষ্কার করা আমার জন্য একটা নির্মম ভুল হয়েছে বলে আমি মনে করি।

প্রাণ গোপাল আরও বলেন, ‘আমার রোগীর সংখ্যা যেভাবে হু হু করে বেড়ে যাচ্ছে, ১০ বছর থেকে শুরু করে সবারই একটা কথা কানে শো শো করে, ভু ভু করে, কানে শুনি না, লেখাপড়ায় মন দিতে পারি না। তাহলে আমরা কোথায় চলে যাচ্ছি।’

ইএইচ