সরকারের প্রথম গুরুত্ব আইনশৃঙ্খলা রক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪, ০৮:৪৩ পিএম
সরকারের প্রথম গুরুত্ব আইনশৃঙ্খলা রক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের নবুনিযুক্ত পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বড় দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আমাদের। এছাড়া তিনি অন্তর্বর্তী সরকারের প্রথম গুরুত্ব হিসেবে আইনশৃঙ্খলা রক্ষার কথা তুলে ধরেছেন তিনি।

শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেছেন, ‘আমরা সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। আমাদের বড় দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হবে।’

‘এই মুহূর্তে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করাই প্রধান অগ্রাধিকার এবং প্রথম লক্ষ্য। এটা সম্ভব হলে অন্যান্য বিষয়গুলোও ঠিক হয়ে আসবে’, বলেন বাংলাদেশ সরকারের সাবেক এই পররাষ্ট্রসচিব।

দায়িত্বক গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্যান্য উপদেষ্টারা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।

ইএইচ