‘বন্যা পরিকল্পিত দুর্যোগ’ দাবি ক্রীড়া উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ১১:৩৬ পিএম
‘বন্যা পরিকল্পিত দুর্যোগ’ দাবি ক্রীড়া উপদেষ্টার

বাংলাদেশের ফেনী-কুমিল্লা অঞ্চলে ভয়াবহ বন্যাকে ‘পরিকল্পিত দুর্যোগ’ আখ্যা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

একইসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া প্রসঙ্গে দেশটির সঙ্গে সম্পর্কের অবনতির হুঁশিয়ারি উল্লেখ করেছেন। এই দুই বিষয়ে ভারতের কাছে ব্যাখ্যা দাবি করেছেন তিনি।

বুধবার রাত ৯টা ৪৯ মিনিটে নিজের ফেসবুকে আসিফ মাহমুদ মাহমুদ লেখেন, ‘পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয়, নোটিশ ছাড়াই ওয়াটার গেইট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।’

এর আগে রাত সাড়ে আটটার দিকে পৃথক ফেসবুক পোষ্টে আসিফ মাহমুদ দেশবাসীকে বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি লেখেন, ‘বন্যাদুর্গতদের সহযোগিতায় এগিয়ে আসুন। সম্মিলিতভাবে এই পরিকল্পিত দুর্যোগ মোকাবিলা করবে সরকার ও জনগণ।

ইএইচ