ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাত কোটি টাকা মূল্যের ৭ বোতল এলএসডিসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার কুসুমপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউপির পিপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজ,নড়াইল জেলার কালাচাঁদপুর গ্রামের জাফর শেখের ছেলে মোহাম্মদ ইমাম হোসেন,কক্সবাজার জেলার মহেশখালী গ্রামের শের আলীর ছেলে মোবারক আলী।
৫৮ বিজিবির উপপরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কুসুমপুর সীমান্ত দিয়ে ভারত থেকে লিস্যারজিক এসিডডাই থ্যলামাইড (এলএসডি) মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচার করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে কুসুমপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুস ছালামের নেতৃত্বে বিজিবির একটি টহলদল বিত্তিপাড়া গ্রামের আজাদের আম বাগানে অবস্থান নেয়। দুপুরের দিকে কয়েকজন চোরাকারবারি মাথায় বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে অগ্রসর হতে থাকে। বিজিবি উপস্থিতি টের পেয়ে বস্তাসহ চোরাকারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা কালে ৩ জনকে আটক করা হয়। আভিযানিক দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশ আনা ৭ বোতল এলএসডি (প্রতি বোতল ১০০ এমএল), মোবাইল, জর্জেট শাড়ি, বিভিন্ন প্রকার কসমেটিকস, ঔষধ ও বিভিন্ন মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৭,৩৪,৬৯,৪০৪/-(সাত কোটি চৌত্রিশ লক্ষ উনসত্তর হাজার চারশত চার) টাকা।
আটককৃত আসামীদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ৫৮ বিজিবির উপপরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান ।
আরএস