অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সেই সঙ্গে শিগগিরই বাংলাদেশ পুণর্গঠনে সহায়তার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর প্রস্তাবও দিয়েছেন তিনি।
মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন এরদোয়ান।
সরকারের প্রধানকে তুরস্ক সফরের আমন্ত্রণও জানিয়েছেন তিনি। মুহম্মদ ইউনূস সেই প্রস্তাব গ্রহণ করেছেন। তিনি বলেছেন, সুবিধাজনক সময়ে তিনি তুরস্ক সফরে যাবেন। সেই সঙ্গে তিনি প্রেসিডেন্ট এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনিও প্রস্তাব গ্রহণ করেন।
টেলিফোন আলাপে তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের বন্যা উপদ্রুত বিভিন্ন এলাকায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেন। বাংলাদেশের বন্যাদুর্গতদের জন্য তার সরকার মানবিক সহায়তা প্রদান করবে বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত মুহম্মদ ইউনূস এবং রিসেপ তাইয়্যেপ এরদোয়ান দীর্ঘদিনের বন্ধু। তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোগান এবং মুহম্মদ ইউনূস একটি উচ্চ-প্রোফাইল জাতিসংঘের জিরো-ওয়েস্ট ফোরামেরও সদস্য।
ইএইচ