ছাত্র-জনতার অভ্যুত্থানের মামলা

তদন্তে সম্পৃক্ততা পাওয়া না গেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার নয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১০:৩১ পিএম
তদন্তে সম্পৃক্ততা পাওয়া না গেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার নয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনায় শহীদ পরিবার অথবা সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক যেসব মামলা হয়েছে সেগুলোতে ‘সঠিক তথ্য প্রমাণ’ ছাড়া কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে পুলিশ সদরদপ্তর। 

সারাদেশে পুলিশের সব ইউনিটে এ সংক্রান্ত একটি চিঠি গত ১০ সেপ্টেম্বর পাঠানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি-কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মামলাগুলোর প্রাথমিক তদন্তে কোনো আসামির সম্পৃক্ততা পাওয়া না গেলে মামলা থেকে তার নাম প্রত্যাহারের ব্যবস্থা করতে হবে। 

একইসঙ্গে সঠিক তথ্যপ্রমাণ ছাড়া এসব মামলায় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা যাবে না।

পুলিশ সদর দপ্তরের চিঠিতে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম সভার কার্যবিবরণীর বরাত দিয়ে বলা হয়, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ঘিরে হত্যাকাণ্ড ও অন্যান্য মামলায় তদন্ত ছাড়া কোনো সরকারি কর্মকর্তার সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া না গেলে তাদের নামও প্রত্যাহারের ব্যবস্থা নিতে হবে। 

এসব বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা উল্লেখ করে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে পুলিশের ইউনিটগুলোকে।

ইএইচ