এলজিইডি সদর দপ্তরের আরডিইসি ভবনের প্রশিক্ষণ কক্ষে জলবায়ু সহিষ্ণু স্থানীয় অবকাঠামো কেন্দ্র (ক্রিলিক) আয়োজিত ম্যানেজমেন্ট অব কম্প্রিহেনসিভ ক্লাইমেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট বিষয়ক পাঁচদিনের প্রশিক্ষণের উদ্বোধন করেছেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিক ডাইরেক্টর মো. আব্দুল হাকিম।
এ সময় উপস্থিত ছিলেন ক্রিম্প-ক্রিলিকের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, আইডিসি-ক্রিলিকের টিম লিডার ডক্টর ডান বুম ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ মো. বান্দা হাফিজ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ক্রিলিকের জলবায়ু বিশেষজ্ঞ এন্টোনিও এরিনাস।
প্রশিক্ষণে এলজিইডির ২৮জন বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী অংশগ্রহণ করে।
ইএইচ