আবাসিক এলাকা থেকে ৬ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৪:৪৮ পিএম
আবাসিক এলাকা থেকে ৬ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

রাঙামাটির কাপ্তাই উপজেলার কেপিএম আবাসিক এলাকা থেকে উদ্ধারকৃত অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে। অজরগরটির দৈর্ঘ্য ৬ ফুট লম্বা এবং ওজন ৭ কেজি।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে অজগরটি কাপ্তাই রেঞ্জ অফিসার এসএম মহিউদ্দিন এর উপস্থিতিতে অবমুক্ত করা হয়। এর আগে গত শুক্রবার রাতে কেপিএম এলাকার বাসিন্দা স্থানীয় যুবক মো: আনোয়ারুল ইসলাম আকাশ এবং মো: ইমরান হোসাইন ইমন অজগরটিকে উদ্ধার করে বনবিভাগের নিকট হস্তান্তর করে।

কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার এসএম মহিউদ্দিন জানান, এর আগেও বেশ কয়েকটি অজগর ও বন্যপ্রাণী কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

বিআরইউ