ড. ইউনূসকে শুভেচ্ছা জানালেন দ. আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ১১:০৪ এএম
ড. ইউনূসকে শুভেচ্ছা জানালেন দ. আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ায় ইউনূসকে অভিনন্দন জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে জানায়, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানান। এ সময় উভয় নেতা কুশল বিনিময় করেন।

এর আগে, অধ্যাপক ইউনূসের সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, কূটনীতিকরা সাক্ষাৎ করে অভিনন্দন জানাচ্ছেন। নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

বিআরইউ