ভিমরুলের কামড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০৬:০৭ পিএম
ভিমরুলের কামড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।  শনিবার (১২ অক্টোবর) উপজেলার দুধনই গ্রামে এ ঘটনা ঘটে।

আজ রোববার সকালে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। ভিমরুলের কামড়ে মসজিদের ইমামসহ তার মেয়ে ও ছেলের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- দুধনই মসজিদের ইমাম আবুল কাসেম, তার মেয়ে লাবিবা আক্তার এবং সাড়ে তিন বছর বয়সী ছেলে সিফাত উল্লাহ।

স্থানীয় লোকজন জানান, শনিবার সকাল ১০টার দিকে দুধনই গ্রামের আবুল কাসেম দুই সন্তানকে নিয়ে নৌকায় করে লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পাশেই একটি বাঁশঝাড়ে নৌকা আটকে গিয়ে ভিমরুলের বাসা ভেঙে যায়। তখন ভিমরুল বেরিয়ে তাদের কামড়াতে শুরু করে। এতে তারা গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে দুপুরে আবুল কাসেম (৪৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও মেয়ে লাবিবা আক্তার ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়।

পরে শনিবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে তিন বছর বয়সী সিফাত উল্লাহরও মৃত্যু হয়।

এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার  বলেন, এ ঘটনায় এ পর্যন্ত একই পরিবারের  তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি।

এদিকে নিহত ব্যক্তিদের পরিবারকে সমবেদনা ও আর্থিক সহায়তা দিতে শনিবার সন্ধ্যায় নিহত ইমামের  বাড়িতে গিয়ে সমাবেদনার পাশাপাশি আর্থিক সহযোগিতা প্রদান করেন  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত শারমিন।

বিআরইউ