লেবাননে ইসরায়েল হামলায় নিরাপত্তাহীনতায় পরেছে বাংলাদেশের প্রবাসীরা। প্রথম দফায় ৫৪ জন বাংলাদেশি ফেরত আসছেন। আজ সন্ধ্যায় তারা দেশে পৌঁছাবেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার কামরুল ইসলাম ভূইয়া জানান, প্রথম ফ্লাইটে লেবানন থেকে ৫৪ জন বাংলাদেশি দেশে ফেরত আসছেন। সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে আজ সন্ধ্যায় তারা ঢাকা অবতরণ করবেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, লেবাননে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা প্রায় এক লাখ। এদের মধ্যে দেশে ফিরে আসার জন্য রেজিস্ট্রেশন করেছেন মাত্র এক হাজার ৮০০ জন। তাদের মধ্যে লিগ্যাল ডকুমেন্টস রয়েছে ১৬৭ জনের বাকিদের কোনো ডকুমেন্ট নেই।
প্রতিদিন দুইটি ফ্লাইটের মাধ্যমে গড়ে ৩০ থেকে ৪০ জন প্রবাসী দেশে আসতে পারবেন। অনিবন্ধিত প্রবাসীদেরও দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে বলে নিশ্চিত করেছে দূতাবাস।
নিরাপদে দেশে ফিরিয়ে দেয়ার উদ্যোগ নেয়ায় বাংলাদেশ সরকার ও দূতাবাসের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবাসীরা।
এসকে/ইএইচ