উপদেষ্টা নাহিদ

গণঅভ্যুত্থানে রাষ্ট্রপতি ও সংবিধান অকার্যকর হয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ১০:৪৭ পিএম
গণঅভ্যুত্থানে রাষ্ট্রপতি ও সংবিধান অকার্যকর হয়ে গেছে

গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই রাষ্ট্রপতি ও সংবিধান অকার্যকর হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

বুধবার বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বৈষম্যবিরোধী আন্দোলনের আয়োজনে ‘গণঅভ্যুত্থানের সরকার: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক মুক্ত আলোচনায় এ কথা বলেন তিনি।

এক-এগারোর পর থেকে আওয়ামী লীগের বিরাজনীতির সূত্রপাত হয় উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, এরপর তাদের একের পর এক অবৈধ ভোট, মানবাধিকার লঙ্ঘন, দমন-পীড়নে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ১৬ বছরের লড়াই-সংগ্রাম অভ্যুত্থানে চূড়ান্ত রূপ লাভ করে।

‘শেখ হাসিনা তো নিয়ম অনুযায়ী পদত্যাগ করেননি, তার পতন হয়েছে, তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। ৭২-এর সংবিধান একটা বাকশালী বন্দোবস্ত। এখানে কিছু মৌলিক সংস্কার আমাদের করতে হবে।’ বলেন নাহিদ ইসলাম।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নেও কথা বলেন তথ্য উপদেষ্টা। গণতান্ত্রিক ব্যবস্থায় একটি ফ্যাসিস্ট দলের রাজনীতি করার অধিকার থাকে না মন্তব্য করে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট বললে আওয়ামী লীগের আর রাজনীতি করার অধিকার থাকে না। সে যে মতাদর্শ দিয়ে রাজনীতি করেছে, তা কখনোই বৈধতা দেয়ার সুযোগ নাই। যে মতাদর্শ দিয়ে তারা রাজনীতি করেছে; তারা যদি বাংলাদেশে কখনো আসে- তাহলেএই অভ্যুত্থান ও শহীদদের সাথে প্রতারণা করা হবে। আমাদের জীবন থাকতে তা করতে দিব না।’

ইএইচ