রাতেও বঙ্গভবনের সামনে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ১২:০২ এএম
রাতেও বঙ্গভবনের সামনে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নিচ্ছেন।

এদিন আন্দোলনকারীদের ঘিরে উৎসুক জনতার ভিড়ও দেখা গেছে। বঙ্গভবনের প্রধান ফটকের সামনে বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী, র্যাব, এপিবিএন ও বিজিবির সদস্য মোতায়েন রয়েছে।

বুধবার রাত ৮টার দিকে বঙ্গভবনের মূল ফটকের সামনে এই দৃশ্য দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গভবনের সামনে কয়েকজনকে বসে থাকতে দেখা যায়। ইব্রাহিম সাব্বির নামে এক শিক্ষার্থী জানান, তারা এখানে সারা রাত অবস্থান করেছেন এবং রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত এখান থেকে যাবেন না।

সায়েদাবাদ থেকে আসা গৃহিণী জাহানারা বলেন, আমি শিক্ষার্থীদের সাপোর্ট দিতে এসেছি। খুনি হাসিনার নির্বাচিত কোনও ব্যক্তিকে জনগণের সরকারে রাখা যাবে না। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের মানুষ মারছে। তার উচিত সম্মান নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করা।

বঙ্গভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাঁটাতারের ব্যারিকেডসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বঙ্গভবনের প্রধান ফটকের সামনে কাটাতারের ব্যারিকেড বসানো হয়েছে যাতে আন্দোলনকারীরা ভেতরে ঢুকতে না পারে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

ইএইচ