বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতীয় গণমাধ্যমে ছড়ানো প্রোপাগান্ডার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহফুজ আলম।
বলেন, "ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে, অল্পদিনের মধ্যেই এর ফলাফল দেখতে পাবেন।"
তিনি আরও বলেন, "বিদেশি অপপ্রচারের বিরুদ্ধে আমরা সম্প্রীতির মাধ্যমে জয়ী হবো।"
মাহফুজ আলম ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের প্রতি ইঙ্গিত করে বলেন, "শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিলেন এবং গণ-অভ্যুত্থানে পরাজিত হয়ে পালিয়েছেন, ভারতকে আগে এই স্বীকৃতি দিতে হবে।" তিনি আরও বলেন, "শেখ হাসিনার গণহত্যার স্বীকৃতি দেওয়ার পরই ভারত সঙ্গে আলোচনা শুরু করবে।"
এদিকে, সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডার বিরুদ্ধে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত সোমবার (২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিংয়ে কথা বলেন।
ইএইচ