সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার ফাইটারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৯:৪৫ এএম
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার ফাইটারের মৃত্যু

মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী সোহানুর জামান নয়ন ট্রাকের চাপায় আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে।

বুধবার দিবাগত রাতে আগুনের ঘটনা ঘটে।

এরপর সচিবালয় এলাকার ১ নম্বর ফটকের সামনের রাস্তায় ট্রাকটি সোহানুরকে চাপা দেয়। গুরুতর আহত সোহানুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক ছিল। ঘটনাস্থলে থাকা লোকজন ট্রাক এবং ট্রাকের চালককে আটক করে।

ফায়ার সার্ভিস পক্ষ থেকে জানানো হয়েছে, সোহানুর জামান ২০২২ সালের ২ অক্টোবর চাকরিতে যোগ দেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার এই যুবক মূলত বিশ্বনাথ ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন, তবে তিনি তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত ছিলেন।

তিনি ছিলেন বাবা-মায়ের একমাত্র ছেলে, তার একটি বোনও রয়েছে। তার বাবা-মা এখনও জীবিত।

ইএইচ