প্রেস সেক্রেটারি

সচিবালয়ে আগুনের কিছু আলামত বিদেশে পাঠানো হবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৫:৩০ পিএম
সচিবালয়ে আগুনের কিছু আলামত বিদেশে পাঠানো হবে

অন্তর্বর্তী সরকারের প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তের স্বার্থে অগ্নিকাণ্ডের কিছু কিছু আলামত বিদেশে পাঠানো হবে।

রোববার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন সোমবার (৩০ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হবে।

অগ্নিকাণ্ডের তদন্তের বিষয়ে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে। আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সিন রক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ওখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার তদন্ত চালাচ্ছে।

এর আগে, শনিবার (২৮ ডিসেম্বর) ফেসবুকে মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এক পোস্টে লেখেন, সচিবালয়কে দালালদের হাটবাজার বানিয়ে ফেলা হয়েছিল। কিছু লোক সরকারকে কঠোর হতে বলে আবার সামান্যতম কঠোর হলে গেল গেল রব তোলে। এই দ্বিচারিতা বন্ধ হওয়া জরুরি। সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা নিয়ে যথারীতি এই দ্বিচারিতা আবার শুরু হয়েছে। প্রবেশাধিকার সীমিত করার এই সিদ্ধান্তটি খুবই সাময়িক।

তিনি লেখেন, একটা বিষয় এখানে পরিষ্কার করা দরকার, কোনো সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাতিল করা হয়নি। কেবল সচিবালয়ের ক্ষেত্রে এর ব্যবহার সীমিত করা হয়েছে। তাও খুবই অল্প সময়ের জন্য। প্রয়োজনীয় ক্ষেত্রে অস্থায়ী পাস ইস্যু করা হবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে শিগগিরই বিদ্যমান সব প্রেস অ্যাক্রেডিটেশন কার্ডই পর্যালোচনা করা হবে এবং নতুন অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করার জন্য সমস্ত স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে আবেদন চাওয়া হবে।

আরএস