কর্মসূচি হচ্ছে: বিকালে শহিদ মিনার জড়ো হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০১:০১ এএম
কর্মসূচি হচ্ছে: বিকালে শহিদ মিনার জড়ো হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

পূর্বঘোষিত ঘোষণা অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

তবে সেখান থেকে ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেয়া হবে না বলেও জানান তিনি।

মঙ্গলবার রাত ১টায় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ সাংবাদিকদের এ তথ্য জানান।

‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ তৈরির যে উদ্যোগ বর্তমান অন্তবর্তী সরকার নিয়েছে সেটির পক্ষে অবস্থান নিয়ে ঘোষণাপত্রটি কেমন হবে তা জানানো হবে বলে জানিয়েছে সংগঠনটি।

ইএইচ