সৈয়দপুরে ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে । ১৫ জানুয়ারি বুধবার পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, নীলফামারী এর যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয় ।
বোতলা গাড়ি, শ্বাসকান্দর নামক এলাকায় অবস্থিত মো. জাহাঙ্গীর ইসলাম এর মালিকানাধীন মেসার্স এম বিবি ব্রিকস, আব্দুস সামাদ এর মালিকানাধীন মেসার্স এস কে ব্রিকস ও মোছা. নারজুমেরা খাতুন এর মালিকানাধীন মেসার্স এ বিএল ব্রিকস নামক ০৩ ( তিন) টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ০৩ (তিন) টি ইটভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা লঙ্ঘনের দায়ে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা করে মোট ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা না করার জন্য সতর্ক প্রদান করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুন্না রানী চন্দ অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. আব্দুল্লাহ-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
নীলফামারী পুলিশ বিভাগ ও সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস, নীলফামারী এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্তৃপক্ষ।
আরএস